গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে রববিার রাতে আরো এক যুবকরে গলা কাটা লাশ উদ্ধার করছেে পুলশি। আনুমানকি ২০ বছর বয়সরে নহিত ওই যুবকরে পরচিয় পাওয়া যায়ন।ি এদকিে এর আগে একইদনি দুপুরে টান কড্ডা এলাকায় বলিরে পানতিে ভাসমান অবস্থায় অজ্ঞাত অপর এক যুবকরে (৩২) লাশ উদ্ধার করে পুলশি।
জয়দবেপুর থানার ওসি আমনিুল ইসলাম জানান, রববিার রাত ৯টার দকিে জয়দবেপুর-পূবাইল সড়করে গাজীপুর সটিি র্কপােরশেনরে নীলরেপাড়া এলাকার পাখরি র্স্বগ পকিনকি স্পট সংলগ্ন কাঁচা রাস্তায় এক যুবকরে লাশ দখেতে পায় এলাকাবাসী। খবর পয়েে ঘটনাস্থল থকেে নহিত ওই যুবকরে লাশ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মডেক্যিাল কলজে হাসপাতাল র্মগে প্ররেণ কর।ে যুবকটরি গলা কাটা এবং পটে, বুক, হাতসহ শরীররে বভিন্নিস্থানে ধারালো অস্ত্ররে বশেকছিু আঘাতরে চহ্নি রয়ছে।ে নহিতরে পরনে কালো হাফ হাতা গঞ্জেি ও জন্সিরে প্যান্ট রয়ছে।ে ধারণা করা হচ্ছ,ে বরিোধরে জরে ধরে অন্য কোথাও অজ্ঞাত ওই যুবককে হত্যা করে সন্ধ্যার পর লাশ সখোনে ফলেে রখেে পালয়িে যায় র্দুবৃত্তরা। নহিতরে পরচিয় তাৎক্ষণকিভাবে পাওয়া যায়ন।ি
অজ্ঞাত ওই যুবককে হত্যা করে সন্ধ্যার পর লাশ সখোনে ফলেে রখেে পালয়িে যায় র্দুবৃত্তরা। নহিতরে পরচিয় তাৎক্ষণকিভাবে পাওয়া যায়ন।ি
###
মোঃ রজোউল বারী বাবুল
Check Also
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …