নাজমুল আলম মুন্না,সাতক্ষীরা। “সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ৯ টায় সাতক্ষীরা পৌরসভা হতে এক বর্নাঢ্য রেলি আরম্ভ হয়। রেলিটি সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে জেলা অফিসার্স ক্লাবে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। রেলিতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন।
সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আব্দুল হান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রোকনুজ্জামান, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, প্রবেশন অফিসার মিজানুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী কর্মকর্তা তুলশি কুমার পাল।
অনুষ্ঠানে বিষয় ভিত্তিক আলোচনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডাঃ বাপ্পী কবি শেখর। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ মঞ্জুর হোসেন,আবুল হোসেন, মোঃ নাজমুল আলম মুন্না, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উন্নয়ন সংগঠন বরসা, স্বদেশ, সিডো, এনজেড ফাউন্ডেশন, ক্রিসেন্ট, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কার বুন্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, আরা, নবজীবন, ডিআরআরএ, সাতক্ষীরা মানব কল্যাণ সংস্থা, সুশীলনসহ শতাধিক দৃস্টি প্রতিবন্ধী নারী -পুরুষ অংশগ্রহণ করেন।
নাজমুল আলম মুন্না
15/10/2017
01712-927523