নাটোর প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় মাস ব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। সোমবার একটি জীবিত ইঁদুর নিধনের মধ্য দিয়ে এ অভিযানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ওই দিন সকালে এক র্যালী গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভায় নবাগত ইউএনও নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আহসান হাবিব জিতু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা মোমরেজ আলী এবং কৃষকদের মধ্যে বক্তব্য দেন মিজানুর রহমান।
নাটোরে বিশ্ব খাদ্য দিবস পালিত
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষ্যে উপজেলা খাদ্য দপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এক র্যালী উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানুর সভাপতিত্বে র্যালীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। এছাড়াও র্যালীতে সহকারী কমিশনার (ভুমি) আহসান হাবিব জিতু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইরিনা মৌসুমী, উপজেলা প্রকৌশলী এএসএম শরীফ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, জাইকা প্রতিনিধি জাকিয়া সুলতানা, প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখ।
মোঃ রিয়াজুল ইসলাম
নাটোর সংবদদাতা