কুষ্টিয়ার মিরপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

জিয়ারুল ইসলামঃ- কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা বহলবাড়ীয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে নিজের চার বছরের শিশুকে হত্যার পর মা হেনা বেগম আত্মহত্যা করেছে।
সোমবার ১২টার দিকে আব্দুল করিমের স্ত্রী হেনা বেগম নিজের ঘরে শিশু সন্তান হাসিবুলকে প্রথমে গলাটিপে হত্যা করে, পরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আব্দুল করিমের চাচাত ভাই সাইদুর রহমান মন্টু জানান, হেনা বেগম’র সাথে বাড়ীর পাশের এক যুবকের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে এমন অভিযোগে বেশ কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়।
তিনি আরও জানান, আজ সকালেও দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর আব্দুল করিম বাজারে দুধ বিক্রি করতে গেলে স্ত্রী হেনা বেগম নিজের ঘরে প্রথমে চার বছরের সন্তান হাসিবুলকে গলাটিপে মৃত্যু নিশ্চিত করে নিজে ঘরের আড়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ছেলেকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করার পর আত্মহত্যা করেছে। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।