ঢাকা: প্রধান নির্বাচন কমিশনারের মতো সাংবিধানিক পদে বসে ইতিহাস ও রাজনীতি চর্চা না করতে কে এম নুরুল হুদার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে সচিবালয়ে তথ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নয়, সামরিকতন্ত্রের প্রবক্তা। সাংবিধানিক পদে বসে কোনো ব্যক্তি ইতিহাস ও রাজনীতি চর্চা করলে পদ বিতর্কিত হয় এবং ব্যক্তির নিরপেক্ষতা ক্ষুন্ন হয়।
এসময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে সিইসির মতো সাংবিধানিক পদে বসে ইতিহাস ও রাজনীতি চর্চা না করার আহ্বান জানান।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …