ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দেশ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার বেলা ১১ টায় আওয়ামী লীগের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতেই তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই সংলাপে আওয়ামী লীগের ২১ সদস্যর প্রতিনিধি দল অংশ নিয়েছে। সংলাপের শুরুতেই সিইসি আওয়ামী লীগের প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত আছেন।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …