ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দেশ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার বেলা ১১ টায় আওয়ামী লীগের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতেই তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই সংলাপে আওয়ামী লীগের ২১ সদস্যর প্রতিনিধি দল অংশ নিয়েছে। সংলাপের শুরুতেই সিইসি আওয়ামী লীগের প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত আছেন।
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …