ক্রাইমবার্তা রির্পোট:সিলেট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্র করে দেশে ফিরেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সিলেটে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে ওবায়দুল কাদের এই মন্তব্য করেন।
ওবায়দুল কদের বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে। লন্ডনে বসে তিন মাস ধরে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ষড়যন্ত্র করে দেশে ফিরেছেন। কিন্তু ২০০১ সালের পুনরাবৃত্তি এ দেশের মানুষ করতে দেবে না।
তিনি বলেন, ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকা- করে আর ক্ষমতায় যেতে পারবে না বিএনপি। এ দেশের মানুষ শান্তি ও উন্নয়নের পক্ষে রয়েছে। ‘নীল নকশা…লন্ডনে বসে বসে এটাই করেছে। হবে না। ২০০১ সালের পুনরাবৃত্তি বাংলাদেশে ইনশা আল্লাহ আর হবে না’।
Check Also
অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল
র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …