নাটোর সংবাদদাতা:নাটোরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। রোববার জেলা প্রশাসক শাহিনা খাতুনের নের্তৃত্বে জেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহররে একটি রেস্টুরেন্টে নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা কমিটির সভাপতি ও সাংবাদিক গোলাম মোস্তফার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলাচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক সাইদুর রহমান ও ট্রাক ট্যাংক লরী পরিবহন মালিক সমিতির জেলা সভাপতি মোস্তারুল আলম। এসময় বক্তারা বলেন, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গাড়ীর মালিক, ড্রাইভার, হেলপার, পথচারী সবাইকে সচেতন হতে হবে। অন্যদিকে দূর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশের আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ রাস্তা নির্মাণ করা উচিত। তবে অন্যান্য প্রতিষ্ঠানের মত পরিবহন শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও ফিটনেস পরীক্ষা নিরীক্ষার জন্য আলাদা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে উল্লে¬খ করে বক্তারা বিভিন্ন মতামত তুলে ধরেন।