ক্রাইমর্বাতা রির্পোট:সাভার : প্রতারণা করে গার্মেন্টস এর মেশিনপত্র বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সাভারে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে প্রতারণাকারী ব্যক্তিকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক ব্যক্তির নাম আব্দুর রহমানকে (৭০)। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এলাকাবাসী জানায়, আব্দুর রহমান ও এক ব্যবসায়ী সাভারের হেমায়েতপুর এলাকায় একটি গার্মেন্টস কারখানা চালু করেন। পরে গার্মেন্টস-এ কাজ না থাকায় ওই গার্মেন্টসটি বন্ধ হয়ে যায়। এসময় ওই মালিককে কিছু না বলে আব্দুর রহমান গার্মেন্টস এর মেশিনপত্র বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এঘটনায় বিষয়টি বুঝতে পেরে গত কয়েকদিন আগে আব্দুর রহমানকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন ওই মালিক। পরে ওই মামলায় গতকাল তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
এলাকাবাসীর অভিযোগ আব্দুর রহমান এলাকায় বির্তকিত ব্যক্তি, বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ও প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল (ওসি) মোহসিনুল কাদির।
Check Also
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …