ক্রাইম বার্তা ডেস্ক রিপের্ট:পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রবিবার (২২ অক্টোবর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে চতুর্থ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন,‘রোহিঙ্গা সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খোঁজার জন্য আমরা চেষ্টা করছি যেন রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যেতে পারে। সেজন্য আমি ভারতের প্রতি আহ্বান জানাই, তারা যেন মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে।’ এসময় তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা দেওয়ায় ভারতকে ধন্যবাদ জানান।
বৈঠক শেষে সুষমা স্বরাজ তার বক্তব্যে বলেন,রাখাইনে চলমান সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান দরকার। যারা রাখাইন থেকে বাংলাদেশে এসেছে, তাদের ফেরত যেতে হবে। রাখাইনের সমস্যা সমাধানের জন্য সেখানকার আর্থ-সামাজিক উন্নতি দরকার। সেটি করতে ভারত তৈরি আছে।’
বৈঠকে বাংলাদেশ-ভারতের পানি সহযোগিতা নিয়ে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘পানিসম্পদ আমাদের দুই দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করার উপাদান হিসেবে কাজ করবে। আমরা তিস্তাসহ দুই দেশের যৌথ নদীগুলোর পানিবণ্টন নিয়ে আলোচনা করেছি। আমরা ভারতকে মনে করিয়ে দিয়েছি, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আমাদের দুই সরকারের সময়েই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে।’
পানিবণ্টন চুক্তি বিষয়ে সুষমা স্বরাজ বলেন, ‘আমাদের দুই দেশের ভেতরে কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমরা এগুলো নিয়ে কাজ করছি।’
Check Also
৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …