সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ভারত: খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে সুষমা

ঢাকা : ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন ‘বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় তাঁর দেশ।

আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সুষমা স্বরাজ ভারত সরকারের এই মনোভাবের কথা জানান।

আজ রাত আটটায় সুষমা স্বরাজের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় একঘণ্টা ধরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের তৎক্ষণিক ব্রিফি করেন। ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুষমা স্বরাজের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তাঁর সরকার বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ভারত যেহেতু বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং বৃহত্তর গণতান্ত্রিক দেশ সেহেতু বাংলাদেশে নির্বাচনের বিষয়ে ভারতের মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এ এজেন্ডায় বিস্তারিত আলোচনা হয়েছে।
এছাড়াও মিয়ানমার সরকার কর্তৃক নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে ভারতের পক্ষ থেকে চাপ প্রয়োগের অনুরোধ জানিয়েছে বিএনপি।

Check Also

ছাত্রদল সাধারণ সম্পাদককে কবিতায় জবাব দিলেন শিবির সেক্রেটারি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।