ক্রাইমর্বাতা রির্পোট: ‘আইন মেনে চালাব গাড়ি, ফিরব সবাই বাড়ি, চালালে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে’- এসব স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহীদুর রহমান, সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক আবু আহমেদ, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক অনিবার্ণ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, এড. আব্দুল মজিদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, সাতাক্ষীরা জেলা পুলিশ পরিদর্শক (যানবাহন) তপন কুমার মজুমদার প্রমুখ। এসময় বক্তারা বলেন, মোটরযান চলাকালে এয়ারফোন বা মোবাইল ফোন ব্যবহার সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এ ছাড়া মোটরযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত মাল বা যাত্রী বহন করা শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে মোটরযান চালানো যাবে না। চলাচলের জন্য প্রধান দরকার ভাল সড়ক ব্যব¯’া। ট্রাফিক পুলিশের স্বক্রীয় ভুমিকাসহ ‘জনসচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা রোধ করতে। এ জন্য পেশাজীবী গাড়িচালকসহ সবাইকে সম্মিলিতভাবে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টি ও সকল নিয়মের অনুশাসন মেনে চলতে হবে বলে জানান বক্তারা। এ সময় উপ¯ি’ত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, জেলা ট্রাংকলরি কাভার্ড ভ্যান ইউনিয়নের সভাপতি মো. আজিজুল হক আজিজ, সাধারণ সম্পাদক শাহাঙ্গীর হোসেন শাহীন, জেলা স্কাউটস্ সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি শেখ তৌহিদুর রহমান, মোটরযান পরিদর্শক মো. আমির হোসেন, ম্যাকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. আবু জামাল, অফিস সহকারী নাসির উদ্দীন, সিল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন, নারকেলতলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাদু, ইনতাজ আলী, তৌহিদুজ্জামান তোতা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী।
Check Also
সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা :সাতক্ষীরা জেলা জলবদ্ধতা নিরসন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা …