নাটোরে সরকারের ডিজিটাল কার্যক্রমের ওপর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
নাটোর প্রতিনিধি নাটোরে বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের ওপর এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার নাটোর জেলঅ প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, জেলা তথ্য অফিসার মোঃ সামিউল আলম, নাটোর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাংবাদিক মঞ্জুরুল হাসান, সদরুল হুদা ডেভিড, নবীউর রহমান পিপলু ও ফারাজী আহম্মদ রফিক বাবন। সভায় প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবা প্রকল্প একসেস টু ইনফর
মেশন (এটুআই) এর আওতায় নাটোরে কিভাবে সাধারণ মানুষকে ই-সেবা দেয়া হচ্ছে তা পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করা হয়। এই সভায় জানানো হয় এটুআই প্রকল্পের আওতায় এখন যেসব কাজ করা হচ্ছে তার মধ্যে জেলা ব্রান্ডিং, কিশোর বাতায়ন, মানব
নাটোরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল শুরু
নাটোর প্রতিনিধি
নাটোরে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শুরু হয়েছে। সোমবার শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে আয়োজিত এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিনা খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন ও নাটোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ
মোস্তাক আলী মুকুল। উদ্বোধনী দিনে ছেলেদের খেলায় নাটোর সদর উপজেলা ১-০ গোলে সিংড়া উপজেলাকে এবং মেয়েদের খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে নাটোর সদর উপজেলা সিংড়া উপজেলাকে পরজিত করে। জেলার সাতটি উপজেলা থেকে ছেলেদের সা
সম্পদ উন্নয়ন সহ উদ্ভভাবক খোঁজা অন্যতম। এ প্রসঙ্গে জানানো
হয় নাটোর জেলাটি ইতিহাস সম্বৃদ্ধ রাজা-রাজদের বাসস্থান হওয়ায় এই জেলাকে রাজসিক নাটোর হিসেবে ব্রাডিং করা হয়েছে। এসব কার্যক্রমকে এগিয়ে নিতে নাটোরের সংবাদ কর্মীদের প্রতি আহবান জানানো হয়।
তটি ও মেয়েদের সাতটি করে দল এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে।
নাটোরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
নাটোর প্রতিনিধি“পয়ঃবর্জ্যরে সুষ্ঠু ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশনের সম্ভাবনা, পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যত” এই শ্লোগান কে সামনে রেখে নাটোরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। সোমবার নাটোর কানাইখালী স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে প্রধান
সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নাটোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভান্ডার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াজেদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাটোরের নির্বাহী প্রকৌশলী আলমগীর মিয়া ও নাটোর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আল-মামুন। একই কর্মসুচির আওতায় নলাডাঙ্গা উপজেলার বাঁশিলা বাজারে গ্রীণ হাউজ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন গ্রীণ হাউজ সভাপতি রেজাউল ইসলাম,সাধরণ সম্পাদক মেহেদী হাসান আতিক এবং ইউপি সদস্য আব্দুল মালেক ব্যাপারী।