আকবর হোসেন,তালাঃ বাসের জানালা দিয়ে বমি করতে থাকা এক শিশুর মাথা দ্রতগামি ট্রাকের ধাক্কায় কেটে নীচে পড়ে গেছে। সোমবার দুপুর দু’টোর দিকে সাতক্ষীরা- খুলনা সড়কের বিনেরপোতা ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছে। মৃতের নাম বাব্বি হোসেন (৯)। সে সাতক্ষীরা শহরের ইটাগাছার সোহাগ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে একটি যাত্রিবাহি বাস সোমবার দুপুর দু’ টার দিকে সাতক্ষীরা- খুলনা সড়কের বিনেরপোতা নামকস্থানে পোঁছালে রাব্বি নামের এক শিশু মায়ের কোলে বসে বাসের জানালার বাইরে মুখ বের করে বমি করতে থাকে। এসময় খুলনা গামী একটি ট্রাক বাসটিকে ক্রসিং করার সময় রাব্বির গলা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করতে না পারলেও দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়। শিশুটির মাথা কেটে পাটকেলঘাটার মধ্যে পড়লেও দেহ চলে যায় সদর থানার মধ্যে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, দেহ থেকে বিছিন্ন হয়ে যাওয়া শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …