এবার ভর্তি জালিয়াতির অভিযোগে চবি ছাত্রলীগ নেতা আটক

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালটির ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহমেদ সৌরভকে আটক  করেছে পুলিশ।
চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে ৫টি ইলেক্ট্রনিক ডিভাইসসহ ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।
সৌরভ চবি ছাত্রলীগের সহ-সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র।
পাঁচলাইশ থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, ভর্তি জালিয়াতির অভিযোগে সৌরভসহ কয়েকজনের উপর পুলিশ বেশ কয়েকদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ৫টি ইলেক্ট্রনিক ডিভাইসসহ সৌরভকে আটক করা হয়। তার অপর সহযোগীদের ধরতে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

Check Also

রাজধানীতে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

রাজধানীতে আলাদা আলাদা অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকে গ্রেপ্তার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।