নিজস্ব প্রতিনিধি : আশাশুনির পল্লীতে হিন্দু মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুল ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধায় চেঁচুয়া ফুটবল মাঠে এঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রের নাম শুভ দেবনাথ(১৬)। সে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যলয়ের ১০শ্রেনীর ছাত্র ও আনুলিয়া গ্রামের কালিপদ দেবনাথের ছেলে।
আহত স্কুল ছাত্রের পিতা কালিপদ দেবনাথ জানান, গত ১৯শে অক্টোবর শ্যামা কালী পূজার দিন বিকালে আনুলিয়া দাশ পাড়া মন্দিরে গিয়ে একই গ্রামের আবু মোসা সরদারের বকাটে পুত্র আবু হাসান সহ ৪/৫জন মহিলাদের উত্যক্ত করছিল। এসময় স্কুল ছাত্র শুভ প্রতিবাদ করলে উভায়ে মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুভ শুক্রবার সন্ধার দিকে চেঁচুয়া ফুটবল মাঠে খেলা দেখতে যায়। এসময় হাসানের নেতৃত্বে রাকিব সহ ৪/৫ জন তাকে পিটিয়ে ও ইটদিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। তার মাথায় ৯টি শেলায় দেওয়া হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন জানান, স্কুল ছাত্র রক্তাক্ত জখম করার ঘটনায় কেউ আমার কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
Check Also
সাতক্ষীরায় লটারীতে টিকে থাকা ৭১ শিক্ষার্থীকে ভর্তির সুযোগের দাবিতে অভিভাবকদের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি ভর্তির লটারীতে টিকে থাকার পরও শুধুমাত্র বয়সের অজুহাতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা …