চট্টগ্রামের পথে খালেদা জিয়া, পথে পথে উষ্ণ অভ্যর্থনা

গাড়িবহর থেকে মো. ইলিয়াস: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরকে কেন্দ্রকরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সকাল ১০ টা ৪০ মিনিটে বেগম খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে নয়াপল্টনে পৌঁছালে রাস্তার দুপাশে নেতাকর্মীদের ঢল নামে।
এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় আশপাশের এলাকা। পরে বিএনপির নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, টিকাটুলি, যাত্রাবাড়ি, কাজলা, শনির আখড়া, রায়েরবাগসহ রাজধানীজুড়ে ব্যানার-ফেস্টুন নিয়ে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ সংগঠনের থানা ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা দাড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানায়।
এ সময় বিএনপি চেয়ারপারস হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাধন জানান।
সফর নিয়ে সফররত দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশনেত্রীর এ সফর নি:সন্দেহে একটি মহৎ উদ্যোগ।  মানবতার ডাকেই এ সফর।
তিনি বলেন, এ সফরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আশার আলো সৃষ্টি হবে, তারা উজ্জীবিত হবেন।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।