অস্ট্রেলিয়াকে ৬ রানে হারাল বাংলাদেশ

হংকং ওয়ার্ল্ড সিক্সেস টুর্নামেন্টে অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫ ওভারে ৮৮ রান করে বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া ৮২ রানে অলআউট হয়।

শেষ ওভারে ৭ রান দিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন আফিফ হোসেন।

দলের সর্বোচ্চ রানও (৩৪) করেন আফিফ। আর অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হেস্টিংস করেন ৩২ রান।

মূলধারার বাইরে সিক্স-এ সাইড অর্থাৎ ছয়জনের দল নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮ দল।

বি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান এবং অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় জন হেস্টিংস।

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।