ক্রাইমবার্তা রিপোর্ট:বেনাপোল:পুলিশই জনতা, জনতাই পুলিশ এই শ্লোগান নিয়ে যশোরের বেনাপোলে পুলিশিং-ডে-২০১৭ উদযাপিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়।
বর্নাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন পুলিশিং কমিটির নেতা, পুলিশিং কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালীতে অংশ গ্রহন করেন।
র্যালীটি বেনাপোল বন্দর নগরীর বেনাপোল পোর্ট থানার সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার ভিতরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানার পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফফার, ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ওসি ওমর শরীফ, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব, আজিবার রহমান প্রমূখ।