ক্রাইমবার্তা রিপোর্ট:মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে প্রাণভয়ে পালিয়ে আসার পথে নাফ নদীতে রোহিঙ্গাদের সর্বস্ব কেড়ে আওয়ামী লীগের নেতারা তাদের নৌকা ডুবিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (২৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের একটি হোটেলে বিএনপি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘মিয়ানমারের রাখাইনে সেনারা রোহিঙ্গাদের ওপর যেভাবে অত্যাচার নির্যাতন করেছে গত ৮ বছরে আওয়ামী লীগ সেভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। যার প্রমাণ বিএনপি নেত্রী বেগম জিয়া রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজারে আসার পথে ফেনীতে হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টি করেছে। এই ঘটনায় অনেক নেতাকর্মী নিখোঁজ রয়েছে।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘বিএনপির আহ্বানে প্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পে সেনা মোতায়েন করেছে সরকার। এ কারণে রোহিঙ্গা ক্যাম্পে শৃঙ্খলা ফিরে এসেছে। সেনাবাহিনী মোতায়েনের কারণে অনেক রোহিঙ্গা প্রাণে বেঁচে গেছেন।’ এজন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন মির্জা আব্বাস।
রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ত্রাণ আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘ত্রাণ লুটের কারণে আওয়ামী লীগের ছয় জন নেতাকর্মী এখন কারাগারে রয়েছেন। সরকার এখন পর্যন্ত ত্রাণ বিতরণে কোনও নিয়ম করেনি। এজন্য সেনাবাহিনীর মাধ্যমে বিএনপি ত্রাণ বিতরণ করবে।’
প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহা জাহান চৌধুরী ও জেলা বিএনপির দফতর সম্পাদক ইউছুপ বদরী প্রমুখ।