আব্দুর রহমান : “জঙ্গি মাদক প্রতিকারে, জনতা পুলিশ এক কাতারে” এ প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংগ্রহণ করেন। র্যালিটি জেলা পুলিশ লাইনস থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পুলিশ লাইন কনফারেন্স রুমে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সম্পর্কে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য মিসেস রিফাত আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত জিআইজি মো. একরামুল হাবিব। জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর প্রমুখ।
বক্তারা বলেন, ‘পুলিশ জনতার সেতু বন্ধনের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। ইতিমধ্যে কমিউনিটি পুলিশিং ফোরাম মাদক, বাল্য বিবাহ, ইভটিজিংসহ নানা ধরনের অপরাধ নির্মূলে সহায়ক ভূমিকা রেখে চলেছে। আগামী দিনে পুলিশকে সহায়তার মাধ্যমে জনতাকে আরো এগিয়ে আসার আহবান জানান বক্তারা।’
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, কেএম আরিফুল হক, একুশে টিভির জেলা প্রতিনিধি মনির“ল ইসলাম মিনি, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনুর রহমান মালীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।