মীর খায়রুল আলম :
অর্থের অভাবে চিকিৎসা হতে পারছেন না প্রতিভাবান শিশু শিল্পী ইমরান নাঈম(১১)। সে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোঁড়া গ্রামের বাকি বিল্লাহর পুত্র। পরিবার সূত্রে জানাগেছে, পারুলিয়া হাফেজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত অবস্থায় তার কন্ঠ সুমধুর হওয়ায় তাকে স্থানীয় এক শিল্পীগোষ্টি মেধা বিকাশের সুযোগ করে দেয়। এমনকি তার কন্ঠে “মদিনা ওয়ালা” নামক এলবাম ইতোমধ্যে প্রকাশ পাওয়ার পাশাপাশি আরো নতুন কয়েকটি এলবামে সুর প্রদান কালে হঠাত অসুস্থ হয়ে পরে। তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড নং ২০৮ এবং বেড নং-০৪। বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা শেষে তার ঘাড়ের প্রধান শিরা লিক হয়েছে ধরা পড়েছে। যে কারনে রক্ত ক্ষরণ হচ্ছে। এমন অবস্থায় ডাক্তার রোগ নির্ণয় করে আগামী ২/৩ দিনের মধ্যে অপরেশন প্রয়োজন। অপরেশন করে তাকে সুস্থ করতে ৫ লাখ টাকার প্রয়োজন বলেও জানিয়েছে। বর্তমানে সে আইসিইউতে ভর্তি আছে। কিন্তু ইমরানের পিতা বাকি বিল্লাহ একজন দিনমুজুর হওয়ায় তার পক্ষে এতটাকা জোগার করা অসম্ভব হয়ে পড়েছে। শিশু শিল্পী ইমরান নাঈমকে সুস্থ করে আবারও সবার মাঝে ফিরিয়ে এনে তার সুমধুর কন্ঠে বিকাশিত করতে সমাজের সকলের কাছে সাহায্য কামনা করেছে পরিবারটি। সহযোগীতা প্রদানের জন্য পরিবারের পক্ষ থেকে ডাচ্ বাংলা একাউন্ট নাম্বার ০১৭১০৭৫১৯০৩৬ এবং পুবালী ব্যাংক শাহাবাগ ব্রাঞ্চ এর হিসাব নাং- ৯৪৭১০১২০৬৪৮৭ সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছে।