আকবর হোসেন, তালাঃ তালা উপজেলার সন্তান সদ্য পদোন্নোতি প্রাপ্ত ডিআইজি আলিম মাহমুদ আমাদের গর্ব । তিনি তালা উপজেলার মাদনপুর গ্রামের মৃত আনসার উদ্দিনের পুত্র ।
তালার গর্ব ডিআইজি আলিম মাহমুদকে গত ২৩অক্টোবর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক, বিপিএম,পিপিএম পদোন্নোতির র্যাংঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজির আহম্মেদ। তালার কোন কৃতি সন্তান এই প্রথম ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি পুলিশ হেড কোয়ার্টারের ক্রাইম এ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।
মুঠোফনে আলিম মাহমুদ এ প্রতিবেদক কে বলেন, আজ আমি আনন্দিত কারণ আমি শুধু আপনাদের নয় গোটা তালা উপজেলার মুখ উজ্বল করতে পেরেছি। আর এ সফাল্য শুধু আমার একার নয় আপনাদের সকলের। আমি যেন আগামিতে পূর্বের ন্যায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। তালার সন্তান ডিআইজি আলিম মাহমুদ পদোন্নতি পাওয়ায় তালার সকলস্তরের জনসাধারন তাকে শুভেচ্ছা জানিয়েছেন । সবারই চাওয়া, তিনি তালা বাসির জন্য এমন কাজ করেন যেন, আজীবন তার স্মৃতি আকড়ে ধরে মানুষ বলতে পারে ইনিই সেই ডিআইজি আলিম মাহমুদ ।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …