সমন্বয় না করে শহরের প্রধান সড়ক প্রশস্ত করণ শুরু  প্রতিবাদে নাটোর পৌরসভার সংবাদ সম্মেলন

ক্রাইমবার্তা রিপোর্টনাটোর প্রতিনিধি :নাটোরে পৌরসভার সাথে কোন রকম সমন্বয় না করেই সড়ক ও জনপথ বিভাগ শহরের ভিতর দিয়ে যাওয়া প্রায় ছয় কিলোমিটার রাস্তা প্রশস্ত করণের কাজ শুরু করে দেয়ার প্রতিবাদে পৌরসভা সংবাদ সম্মেলন করে তার প্রতিবাদ জানিয়েছে। পৌর মেয়র তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত নাটোর শহরের প্রধান সড়ক প্রশস্ত করণের কাজটি নাটোরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী। এই দাবী পূরণের লক্ষ্যে ইতোমধ্যেই সড়ক ও জনপথ বিভাগ প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ছয় কিলোমিটার এই সড়কটি প্রশস্ত করণের ব্যাপারে নাটোর পৌরসভার সাথে কোন রকম সমন্বয় করে নাই এমন কি বার বার তাগিদ দেয়ার পরেও তারা সে দিকে ভ্রক্ষেপ না করেই কাজ শুরু করে দ্রুতই চালিয়ে যাচ্ছে। শহরের বর্তমান রাস্তাকে মোট ৪৮ ফুট রাস্তায় প্রশস্ত করে তৈরি করার সময় তারা পৌরসভার পানির পাইপ লাইন, বিদ্যুৎ উন্নয়নর বোর্ড এবং টিএনটি বিভাগের খুঁটি ও তার না সরিয়ে বা সরানোর কোন ব্যবস্থা না রেখেই তারা কাজ করে যাচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ তাদের এই কাজে রাস্তার ধারে ফুটপাতের নীচে পানি নিস্কাসনের যে ড্রেন করছে তা পৌরসভার বর্তমান চালু থাকা সব ড্রেনগুলোর চেয়ে বেশ খানিকটা উঁচু। তাতে করে সড়ক ও জনপথ বিভাগের নতুন ওই ড্রেনের সাথে পৌরসভার বর্তমান ড্রেনের সংযোগ করা হলে পানি উল্টো বড় ড্রেনে না গিয়ে পানি ছোট পাইপ দিয়ে আরো পৌরসভার ভিতরেই চলে আসবে। এছাড়াও পৌরবাসীর জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহের পাইপ লাইনটি রাস্তার ভিতরে চলে যাওয়ায় পরে সেখান থেকে নতুন সংযোগ দেয়া এবং পাইপে কোন ত্রুটি দেখা দিলে তা মেরামত করা অসম্ভব হয়ে পড়বে। এমনকি শহরের চামড়া পট্টি থেকে হকার্স মার্কেট পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার ধারে পাইপ লাইন বসানোর মতো কোন জায়গাও রাখা হয়নি। এসব বিষয় তুলে ধরে সড়ক ও জনপথ বিভাগকে চিঠি দেয়া হয়। এতে সড়ক ও জনপথ বিভাগের চিঠির উত্তরে নাটোর পৗরসভা পাইপ লাইন পুণ:স্থাপনের দুই কোটি সাত লাখ টাকার একটি প্রস্তাবিত প্রকল্প উপস্থাপন করে। এর পরে সেই টাকা দেয়ার ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ পৌর কর্তৃপক্ষকে আর কোন চিঠি না দিয়েই কাজ শুরু করে দিয়েছে। পৌর মেয়র উমা চৌধুরী জলী বলেন, বড় বড় সিটি কর্পোরেশনের মতো প্রয়োজনের সময়ে রাস্তা কেটে পাইপ লাইন সংযোগ দেয়া বা মেরামত করার মতো অর্থ তাদের নেই তাই রাস্তার কাজ শেষ হয়ে যাওয়ার আগেই সব করতে হবে তা ছাড়া ভয়ঙ্কর সমস্যা হবে। তিনি বলেন এব্যাপারে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়া না হলে ভবিষ্যতে নাটোর পৌরবাসী চরম সমস্যায় পড়বে যা কারোই কাম্য নয়। তিনি জানান সড়ক ও জনপথ বিভাগ তাদের সাথে সমন্বয় না করার কারণে পৌর কর্তৃপক্ষ খুব শিঘ্রই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং টিএন্ডটি বিভাগ সহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে নাটোরের জেলা প্রশাসনের সাথে বসে সমস্যাটির দ্রুতই সমাধোনে উদ্যোগ নিবেন। পৌর মেয়র নাগরিক হিসেবে গণমাধ্যম কর্মীদেরও এব্যাপারে তাকে সহায়তা করার আহবান জানান। নাটোর পৌর মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম, ইসতিয়াক আহমেদ ডলার, আজিজুল ইসলাম আরজু, ফরহাদ হোসেন, এনামুর রহমান চিনু, মোঃ নান্নু শেখ, কহিনুর বেগম পান্না, কামরুন্নাহার, রীনা বেগম, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম, সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা ও শরিফুল ইসলাম।

 

মোঃ রিয়াজুল ইসলাম

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।