দুই জেলায় সড়কে প্রাণ গেল ১৫ জনের

ডেস্ক: নরসিংদী, নারায়ণগঞ্জ, ও , কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ২৯ জন।

আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।

নরসিংদী: নরসিংদীর সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে  ৬ জন ও  শিবপুর উপজেলায় মদিনা জুটমিলের কাছে বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার ৩ যাত্রী  নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন।

সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার কান্দাইলে ও সকাল ১০টার দিকে শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- সিলেটের বিয়ানীবাজারের বাবুল হোসেন(৩২) ও রেজাউল করিম(৩৮)।

মাধবদী থানার ওসি ইলিয়াস আহমেদ জানান, সকাল ৭টার দিকে সিলেটের বিয়ানীবাজার থেকে মাইক্রোবাসটি ঢাকা যাচ্ছিল।পথে মহাসড়কের কান্দাইল নামক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং আহত হন আরও পাঁচজন।

আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

এদিকে শিবপুর উপজেলায় মদিনা জুটমিলের কাছে বাস-লেগুনা সংঘর্ষে লেগুনার তিনযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আটজন।

শিবপুর থানার ওসি শহিদুজ্জামান জানান, সকাল ১০টার দিকে শিবপুর থেকে নরসিংদীগামী লেগুনার সঙ্গে ভৈরবগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে আটজন।

আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিলেটের বিয়ানীবাজারের ৬ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার সকালে নারায়ণগঞ্জ ভুলতা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিয়ানীবাজার জামান প্লাজায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল।

জানা যায়, রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা দিতে বিয়ানীবাজার থেকে ঢাকা যাওয়ার পথে নারায়ণগঞ্জ ভুলতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

সোমবার সকালে কুষ্টিয়া মেহেরপুর সড়কে নওয়া পাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরে গামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। এসময় বাস ও ট্রাকের সামনে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এদের মধ্যে কয়েকজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Check Also

ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চাই: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সব ধর্ম, ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।