ক্রাইমবার্তা রিপোর্ট: নাটোর প্রতিনিধি :চাঁদা না দেয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল আছর মোহাম্মদ শফিউজ্জামানকে মারপিটের প্রতিবাদে এবং অবিলম্বে দোষীদের আটকের দাবীতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজের সামনে বড়াইগ্রাম-চাটমোহর সড়কেএ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে অধ্যক্ষ আবুল আছর মোহাম্মদ শফিউজ্জামান, উপাধ্যক্ষ এসএম রাজিবুল করিম, সহকারী অধ্যাপক জালাল উদ্দিন, সোহেল সামাদ, মোস্তফা কামাল, প্রভাষক আতিকুর রহমান ও শিক্ষার্থী নীল চাঁদ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা গত শনিবার জোনাইল বাজারে অধ্যক্ষকে প্রকাশ্যে পিটিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষী জাহাঙ্গীর আলমসহ অন্যান্যদের আটকের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার আহ্বান জানান।
