ক্রাইমবার্তা রিপোর্ট:আককাজ : সাতক্ষীরায় ৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (সিনিয়র গ্রুপ) ২০১৭-১৮ ১ম পর্বের ম্যাচের খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বহি-বিশ^ ছাড়িয়ে ক্রিকেট এখন বাংলাদেশের একটি প্রিয় খেলায় রুপ নিয়েছে। দিন দিন ক্রিকেট খেলার আগ্রহ বেড়েছে। খেলোয়াড়দের খেলার স্টাইল পরিবর্তন হয়েছে। ক্রিকেটে আগের তুলনায় অনেক উন্নতমানের খেলা দেখতে পায় দর্শকেরা। এ জেলায় ক্রিকেটে অনেক সুনাম রয়েছে। পরবর্তীতে এ খেলোয়াড়দের কাছে আরো উন্নতমানের খেলা দেখতে চাই।’
উদ্বোধনী খেলায় প্রতিদন্দ্বিতা করে পাবনা জেলা বনাম ঠাকুরগাঁও জেলা দল।
এসময় জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, তৈয়েব হাসান বাবু, ইকবল কবির খান বাপ্পি, সৈয়দ হায়দার আলী তোতা, আ.ম আক্তারুজ্জামান মুকুল, স.ম সেলিম রেজা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, কাজী কামরুজ্জামান কাজী, ইদ্রিস বাবু, মো. আলতাপ হোসেন ও খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা এবং ক্রিকেট প্রেমিক দর্শকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আ.ম আক্তারুজ্জামান মুকুল।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …