বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানার চেকপোষ্ট,’র সাদীপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ক্যান্সারের ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা ।
সোমবার সন্ধ্যায় একজন চোরাচালানীকে ধাওয়া করলে ২টি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায় ।এ সময় পরিত্যক্ত অবস্থায় ক্যান্সারের ঔষধগুলো জব্দ করা হয় ।
বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান, গোপন সংবাদে জানতে পারি একজন চোরাচালানী বিপুল পরিমাণ ক্যান্সারের ঔষধ সীমান্ত পার করে চেকপোস্টের সাদীপুর মোড় পার হয়ে বাজারের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা চেকপোস্টের সাদীপুর মোড়ে অভিযান চালালে একজন চোরাচালানী ২টি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায় ।এ সময় ব্যাগ ২টি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ১৪ লাখ টাকার ক্যান্সারের ঔষধ পাওয়া যায়।জব্দকৃত ঔষধ গুলো যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।