ক্রাইমবার্তা রিপোর্ট:মোস্তফা কামাল,শ্যামনগর(সাতক্ষীরা)সংবাদদাতাঃ
পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের বনদুস্য নুরহোসেন বাহিনী প্রধান নুর হোসেন(৪০) নিহত হয়েছে। এলাকাবাসী ও জেলে সুত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর দুপর ১২ টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে সিংহড়তলী গ্রামে গাজী বাড়ি মসজিদ সংলগ্ন সুন্দরবন পোড়াকাটলা পাশ্বে খালি খাল নামক স্থানে বনদুস্যর প্রধান নুরহোসেন সাথে তারই সদস্যদের সাথে টাকার ভাগবাটোয়ারা করা নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায় দা দিয়ে কোপাকোপি করে নুরহোসেন কে জখম করে পলিথিন দিয়ে পেচিয়ে জঙ্গলে রেখে তার সঙ্গীরা চলে যায়। স্থানীয় এলাকাবাসী সন্ধ্যা ৬টা দিকে জঙ্গলে গেলে পলিথিনে জড়ানো বনদুস্য নুরহোসেন লাশ চিনে পোড়াকাটলা খাল থেকে নিয়ে আসে। সন্ধ্যা ৭টার সময় লোকালয়ে এসে শ্যামনগর থানায় খবর দিলে এস,আই লিটন এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয় এস,আই লিটন কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন এলাকাবাসী বনদুস্য নুরহোসেন উদ্ধার করে নিয়ে এসে আমাদের কাছে দিয়ে দেয়। নুরহোসেন কলারোয়া থানার বাসিন্ধা জাকির হোসেন পুত্র ।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, টাকা ভাগাভাগি নিয়ে বাহিনীর সদস্যদের সঙ্গে জলদস্যু নূর হোসেনের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে তাঁদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন নূর হোসেন। পরে তাঁর লাশ চুনকুড়ি নদীতে ফেলে পালিয়ে যায় বাহিনীর সদস্যরা।
ওসি আরো জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।