নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা। দুর্নীতির বিরুদ্ধে এক সাথে এই শ্লোগানকে ধারন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা পৌরাসভা মিলনয়তনে সকাল ১১ টায় পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতির সভাপতিত্বে সবুজ জলবায়ু তহবিলের অনুমোদিত প্রকল্পে অর্থ ছাড়ের বিলম্ব হওয়ায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর উদ্বেগ বিষয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার ডেপুটি কমিশনার আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আছাদুজ্জামন বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির আহবায়ক মোঃ আনিসুর রহিম, সনাকের সহ-সভাপতি তৈয়ব হাসান বাবু, সনাক সদস্য আব্দুল হামিদ, সনাক সদস্য ড.দিলারা বেগম, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শেখ নুরুল হক, আব্দুল করিম গালর্স স্কুলের প্রধান শিক্ষক নাছরিন খান লিপি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, পৌর কাউন্সিলর শফিক উদ্ দৌলা সাগর, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-পওর বিভাগ (১)বিএম আব্দুল মোমিন, নির্বাহী প্রকৌশলী পুওরলি বিভাগ (২) অপূর্ব কুমার ভৌমিক, দুদক সাতক্ষীরা জেলা কমিটির সেক্রেটারি মোজাম্মেল হক ও মুক্তিযোদ্ধা সদর উপজেলা কমান্ডার মো: হাসানুল ইসলাম প্রমুখ।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …