আফ্রিকা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে রান পাননি সৌম্য সরকার। তবে টি-টোয়েন্টিতে তার ব্যাট হেসেছে। এবার সেটার পুরস্কার পেলেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক লাফে ১৯ ধাপ এগিয়েছেন সৌম্য। মঙ্গলবার আইসিসির প্রকাশিত নতুন র্যাঙ্কিংয়ে ৪৭তম স্থানে উঠে এসেছেন সৌম্য। দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচে তিনি করেন ৪৭ ও ৪৪ রান।
দুই ধাপ অবনমন হয়েছে সাব্বির রহমানের। ডানহাতি এই ব্যাটসম্যান আছেন ১৫তম স্থানে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। আগের দিন এবি ডি ভিলিয়ার্সকে সরিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা বিরাট কোহলি টি-টোয়েন্টিতে শীর্ষে থেকেই নিউজিল্যান্ড সিরিজ শুর করবেন। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম। তিনি দুইয়ে নেমে যাওয়ায় শীর্ষে ফিরেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। আগের দিন তিনি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠেছেন। সাকিব আল হাসান এক ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার জেমস ফকনারের সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে আছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ চারে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি শীর্ষে আছেন সাকিব। তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ৩-০ ব্যবধানের এই পরাজয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতও। টানা সাতটি ওয়ানডে সিরিজ জিতেও ভারত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রাখতে পারল না। ১ নম্বরে উঠে গেল দক্ষিণ আফ্রিকা।