কাকরাইলে বাসায় মা-ছেলের গলা কাটা লাশ

ক্রাইমবার্তা রিপোর্ট:রাজধানীর কাকরাইলে একটি বাসায় মা ও ছেলেকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

রাজমনি সিনেমা হলের পশ্চিম পাশে ৮৯/১ নম্বর বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানিয়েছে, ফ্ল্যাটের ভেতরে মায়ের গলাকাটা লাশ পড়ে আছে। ২০/২২ বছর বয়সী ছেলের লাশ পড়ে রয়েছে ওই ভবনের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায়।

ওই বাড়িতে মা-ছেলে খুন হওয়ার খবর খবর শুনে রমনা থানা পুলিশের পাশাপাশি র‌্যাবও সেখানে গেছে।

রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় লাশ উদ্ধারের প্রস্তুতি চলছিল।

এ ঘটনায় বাড়ির দাড়োয়ানসহ দুইজনকে আটক করা হয়েছে।

Check Also

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।