কুষ্টিয়ার মিরপুরে হানিফ বিএনপি সুষ্ঠ ধারার রাজনীতিতে ফিরে এলে তাদের স্বাগত জানানো হবে

জিয়ারুল ইসলামঃ- বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম বলেছেন, বিএনপি সুষ্ঠ ধারার রাজনীতিতে ফিরে এলে তাদের স্বাগত জানানো হবে। তাদের কোন কর্মসূচিতে বাধা দেওয়া হবে না। অতীতে বিএনপি কর্মসূচির নামে জালাও পুড়াও কর্মসূচি করার কারনে জনগনের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুটবল মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আওয়ামীলীগের নতুন সদস্য ফর্ম সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী খান, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু, জেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক জিয়াউল হক স্বপন। মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামারুল আরেফিনের পরিচালনায় বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জসিমউদ্দিন বিশ্বাস, মিরপুরা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, জেলা পরিষদের নির্বাচিত সদস্য মোহাম্মদ আলী জোর্য়াদার, পৌর মেয়র হাজি এনামুল হক। এসময় উপজেলার সকল ইউনিয়ন থেকে দলে দলে নেতাকর্মীরা এসে প্রোগ্রামটি সার্থক ও সাফল্যমন্ডিত করে তোলে। মিরপুর উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ও পোড়াদহ ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিম হাসান মেম্বারের নেতৃত্বে বিশাল একটি মিছিল বের হয়। সেখানে তাকে সার্বিক সহযোগীতা করেন, মশিউর রহমান মাসুদ মেম্বার, আজিজুল হক মেম্বার, মোজাম আলী মেম্বার, শান্টু মেম্বারসহ আপামর পোড়াদহ ইউনিয়নের এলাকাবাসী। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম মালিথা, পোর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ফেরদৌস ওয়াহিদ, হিরোক জোর্য়াদার, মালিহাদ ইউপি চেয়ারম্যান আলমগীরন হোসেন, আকরাম হোসেন, পোড়াদহর রাহাতুজ্জামান রাহাত, মিরপুর উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাসেম, সাধারন সম্পাদক আব্দুল হালিম, সোহাগ আহম্মেদসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।