সুন্দরবনে ২ বাহিনীর প্রধানসহ ২০ জলদস্যুর আত্মসমর্পণ

ঢাকা: সুন্দরবনের কুখ্যাত জলদস্যু মনজু বাহিনীর প্রধান মো: মনজু সর্দার (৪৪) এবং মজিদ বাহিনীর প্রধান মো: তাকবির কাগচী (৩৮)সহ ২০ জলদস্যু আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে এ সময় বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনজু বাহিনীর ১১ জন ও মজিদ বাহিনীর ৯ জন জলদস্যু বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে র‌্যাবের কাছে ৩১ অক্টোবর আত্মসমপর্ণ করে।
আত্মসমর্পণকারী মনজু বাহিনীর ১১ জন হলেন- মনজু বাহিনীর মো. মনজু সর্দার (৪৪), জুলফিকার ইজারদার (৪৬), বাচ্চু মল্লিক (৩২), তৌহিদুর রহমান শেখ (৫০), মোঃ রেজাউল ইসলাম (২৫), পলাশ খাঁ (৩৪), হুমায়ন ফকির (২৫), জামরুল শেখ (৩০), মজিব ইজারদার (৩৪), হাওলাদার আলমগীর (৩৮) ও হানিফ শেখ (৩২) ।
এ গ্রুপটি ১৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৮৫৩ রাউন্ড তাজা গুলি জমা দিয়েছে।
মজিদ বাহিনীর ৯ জন হলেন- মো: তাকবীর কাগজী (৩৮), হাচান বিশ্বাস (৩৯) আব্দুল মজিদ (৩০), মো: ইউনুচ শেখ (২৪), হাফিজুল ইসলাম (৩২) আফজাল খা (৩৫), এসকেন খা (৪০), হাসান ইজারদার (৩০) ও মোসা ইজারদার।
তারা ১৪টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৭৬ রাউন্ড তাজা গোলাবারুদ জমা দেন। জমা দেয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ১১টি বিদেশি একনলা বন্দুক, ৭টি বিদেশি দোনলা বন্দুক, ৫টি বোর বিদেশি এয়ার রাইফেল, ৬টি ওয়ান শুটার ও ৪টি কাটা রাইফেল।
গ্রেফতারকৃতরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা, বাগেরহাট জেলা সদর ও রামপাল উপজেলা ও খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।