অভয়নগরে চোরের উপদ্রব বৃদ্ধি : পুলিশী পাহার দাবি

বি.এইচ.মাহিনী :অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে সম্প্রতি চোরের উপদ্রব আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পুলিশ প্রশাসনের সজাগ দৃষ্টি ও রাত্রিকালীন টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন এলাকাবাসী। গত কয়েকদিনে ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বেশ কয়েকটি বাড়িতে চোর হানা দেয়। পাইকপাড়ার মাঝিপাড়ার হাসেমের ছেলে আলিমের বাড়িতে আনুমানিক ২টার দিকে হানা দিয়ে কিছু না নিতে পারলেও পার্শ্ববর্তী আকতার নিকারীর বাড়িতে জানালা দিয়ে হাতিয়ে তার স্কুল পড়ুয়া মেয়ের গলা থেকে সোনার চেইন ছিড়ে নিয়ে যায়। তারপর রাত তিনটার দিকে সাংবাদিক আমিনুরের বাড়িতে চুরির উদ্দেশ্যে ঘরের দরজা খোলার চেষ্টা করার সময় সাংবাদিক আমিনুরের পিতা প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে দরজা খুলে চোরকে দেখে কে রে বললে, চোর দৌড়ে পালিয়ে যায়। পিছনে ছুটে চোরকে ধরা যায়নি। গত বেশ কিছুদিন আগে আলিমের বাড়ি থেকে একটা আইফোন চুরি হয়ে যায়। শুধু পাইকপাড়া নয় পোতপাড়া, ভুগিলহাট, সিংগাড়ী, ভাটপাড়া, বাঘুটিয়াসহ বেশ কয়েকটি গ্রামে ছোট বড় চুরির ঘটনা লোকমুখে শোনা যাচ্ছে। তবে সচেতনমহল মনে করেন এলাকায় নেশাখোরদের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় তাদের নেশার টাকা জোগাড় করতে চুরির ঘটনা বেড়েই চলেছে। ভাটপাড়া তদন্তকেন্দ্রের কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, আমরাও শুনেছি ছোটখাট চুরি হচ্ছে। চেষ্টা করছি চোর চক্রকে ধরার। জনগন সহযোগিতা করলে খুব শীঘ্রই তাদেরক নির্মুল করতে পারব বলে আশা করি।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।