নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় নিহত ৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলায় অন্তত ৮জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, এটি একটি সন্ত্রাসী হামলা। হামলাকারীকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশের জরুরি অভিযান চলছে।
নিউইয়র্ক টাইমস জানায়, আটক ওই ব্যক্তি ম্যানহাটনে ফুটপাতে পথচারীদের ওপর ট্রাক চালিয়ে দেয়। এরপর ওই ব্যক্তি ট্রাক থেকে একটি নকল বন্দুক নিয়ে বেরিয়ে আসে।
সাধারণ মানুষকে ওই এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, তিনি দেখেন স্টুভেসান্ট স্কুলের কাছে একটি সাদা রঙের পিকআপ ট্রাক দ্রুত গতিতে মহাসড়কের পাশে সাইকেল পথে ঢুকে পড়ে। দ্রুতগতির ট্রাকটি একাধিক মানুষের ওপর তুলে দেয় ওই ব্যক্তি।  এ সময় তিনি নয় থেকে ১০টি গুলির শব্দও শুনেছেন স্থানীয়রা।
এএফপি জানায়, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এ ঘটনায় শোকাহত। আর ওই সন্ত্রাসী একজন মানসিক বিকারগ্রস্থ।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।