গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে বৃহষ্পতিবার আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- কালীগঞ্জ উপজেলার দক্ষিণবাগ (মাঝিপাড়া) গ্রামের রওশন আলীর ছেলে জাকির হোসেন (৩৫), একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে আলামিন হোসেন (২৫), মৃত আফসার উদ্দিন ওরফে আফসু মাঝির ছেলে মামুন মাঝি (২৫) ও আব্দুস সালাম মাঝির ছেলে আব্দুস সাত্তার মাঝি (২৮)।
কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ জানান, কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে গত ২৬ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে মুখোশ পড়া ১৪/১৫ জনের সশস্ত্র একটি ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় গৃহকর্ত্রী সাজেদা বেগম এক ডাকাতের মুখোশ টেনে খুলে ফেলে এবং তাকে চিনে ফেলে। পরে এঘটনায় বুধবার রাতে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ বৃহষ্পতিবার স্থানীয় দক্ষিণবাগ গ্রামে অভিযান চালিয়ে ওই চার ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। প্রাথমিকভাবে তারা ওই ডাকাতিসহ একাধিক ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
Check Also
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …