পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে সু চি কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ঢাকা : রোহিঙ্গাদের দেখতে অং সান সু চি’কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মো. শাহরিয়ার আলম।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর ব্যাপক নিধনযজ্ঞের পর প্রথমবারের মতো ওই রাজ্যে সু চি’র সফরের খবরের প্রতিক্রিয়াও জানিয়েছে তিনি।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বার্তা সংস্থা এপি প্রকাশিত সু চি’র সফর নিয়ে একটি পোস্ট শাহরিয়ার আলম সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে রিপোস্ট করেন।
সেখানেই তিনি লিখেছেন, আশা করি তিনি (সু চি) কীভাবে, কে এবং কেন, সেটা বোঝার উদ্দেশ্যে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা নারী ও শিশুর সঙ্গে কথা বলতে বাংলাদেশ সফরেও আসবেন।
গত ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর নির্মম নির্যাতন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একবারও সংঘাত আক্রান্ত এলাকায় যাননি মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা ও রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি। এমনকি বহুবার এই হত্যাযজ্ঞের কথা অস্বীকার করেছেন তিনি।
অবশেষে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হুট করে রাখাইনে পরিস্থিতি পরিদর্শনে গেছেন সু চি। তিনি একদিনের সফরে রাখাইনের রাজধানী সিত্তেসহ কয়েকটি শহর পরিদর্শন করবেন। সু চি’র সঙ্গে আছে আরও ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।

Check Also

শেখ হাসিনার ভাইরাল অডিওর নির্দেশনা বাস্তবায়ন, গ্রেপ্তার ১০

শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।