একত্রে বিষপানে মা-বাবা ও সন্তানের আত্মহত্যা

শ্রীনগরে একই পরিবারের মা, বা ও সন্তান একত্রে বিষপানে আত্মহত্যা করেছে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও আত্মহত্যার কারণ জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার জানান, ওই গ্রামের মাছ ব্যবসায়ী মো. মমিন (৫০) তার স্ত্রী লুবনা বেগম (৪৪) ও শিশু কন্যা সানজিদা (৯) একইসঙ্গে বিষপান করে।

বিষের তিব্রতায় প্রথমে সানজিদা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে মমিন ও সর্বশেষ তার স্ত্রী লুবনা মারা যায়।

প্রতিবেশীরা জানায়, তাদের হাসপাতালে নেয়ার আগেই তারা মারা যায়। তাদের আরেক মেয়ে স্বর্ণা বিষ না খাওয়ার কারণে বেঁচে যায়।

স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী। কী কারণে তারা বিষপানে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ কেউ বলতে পারছে না।

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।