কাকরাইলে মা-ছেলের খুনের ঘটনায় স্বামী আটক

রাজধানীর কাকরাইলে মা-ছেলের খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আব্দুল করিমকে আটক করেছে পুলিশ

রাতে জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের কর্তা আব্দুল করিমকে পুলিশ হেফাজতে নিয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় সাংবাদিকদের জানান, ঘটনার তদন্তে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আশা করি দ্রুতই ঘটনার মোটিভ বের হয়ে আসবে।

বুধবার সন্ধ্যায় কাকরাইলের তমা সেন্টারের গলির কাছে একটি বাড়ির পাঁচতলায় মা ও ছেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- সামসুন্নাহার ও তার ছেলে শাওন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রমনা থানাধীন কাকরাইলের ওই বাড়ির পাঁচতলায় পরিবার নিয়ে থাকেন আবদুল করিম। বুধবার তার স্ত্রী ও ছোট ছেলেকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

শাওন তার মা সামসুন্নাহার ছাড়াও ঘটনার সময় ঘরে ছিলেন গৃহকর্মী রাশিদা।

তদন্তের জন্য ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য বাড়িটির দারোয়ান ও নিরাপত্তাকর্মীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

Check Also

আশাশুনিতে দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন কল্পে সভা অনুষ্ঠিত 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে-২০২৫ সালের দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৭জানুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।