শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা অফিসার্স ক্লাবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বার্ষিক আয়-ব্যয় ও বিগত দিনের কর্মপরিকল্পনা ও বর্তমান কর্মপরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান আশু ইজ্ঞিনিয়ার কবীর উদ্দিন আহম্মেদ, মো. মুজিবুর রহমান ও জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘শুধু সমালোচনা করলে হবেনা, সম্মিলিতভাবে উত্তণের উপায় খুজে বের করতে হবে। ভুল-ভ্রান্তি তুলে ধরে সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলাদলি ও রেষা রেষি থাকলে উন্নয়ন বাঁধাগ্রস্থ হয়। জেলা ক্রীড়া সংস্থাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জয়-পরাজয় আছে। জয় পরাজয় মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। অচিরেই সাতক্ষীরা স্টেডিয়াম পুণাঙ্গ স্টেডিয়ামে রুপ নেবে।’ এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম-সাধারণ সম্পাদক তৈয়েব হাসান, কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল, মীর্জা মনিরুজ্জামান কাঁকন, ইকবল কবির খান বাপ্পি, মো. আব্দুল মান্নান, মো. ইদ্রিস বাবু, মো. আলতাপ হোসেন, মো. রুহুল আমিন, হাফিজুর রহমান খান চৌধুরী বিটু, সৈয়দ হায়দার আলী তোতা, কবিরুজ্জামান রুবেল, জয়নুল আবেদীন জসি, স.ম সেলিম রেজা, কাজী কামরুজ্জামান ও কাজী সেতারা জামানসহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও অন্তভূক্ত ক্লাব সমূহের নেতৃবৃন্দ। বিভিন্ন বিষয় তুলে ধরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অন্তভূক্ত ক্লাব সমূহের নেতৃবৃন্দ। সাধারণ সভায় মোট আয় উল্লেখ করা হয়েছে ৩১ লক্ষ ৪১ হাজার ৩শ’ ২ টাকা, আগত তহবিল ৬ লক্ষ ১৮ হাজার ৯ টাকা, সর্বমোট জমা ৩৭ লক্ষ ৬০ হাজার ২শ’ ৩ টাকা, খরচ ধরা হয়েছে ২৭ লক্ষ ৩৯ হাজার ১শ’ ৩৭ টাকা এবং উদ্বৃত্ত আছে ১০ লক্ষ ২১ হাজার ৬৬ টাকা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আ.ম আক্তারুজ্জামান মুকুল।
Check Also
আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …