সাদা পোশাকের পুলিশের হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে মহাসড়কে ঝাড়ু মিছিল করেছে ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর গ্রামবাসী।
বুধবার রাত ৯টার দিকে তারা ঝাড়ু নিয়ে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে বিক্ষোভ মিছিল করে।
এ সময় আধাঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ গ্রামবাসী।
কাশীপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী চালিতা বেগম, সাইদুল ইসলামের স্ত্রী শিউলি বেগম ও মিন্টু মিয়ার স্ত্রী চেয়ারী খাতুন অভিযোগ করেন, পুলিশ প্রায়ই তাদের গ্রামে সাদা পোশাকে এসে যার তার বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
গ্রামবাসীর অভিযোগ, কালীগঞ্জ থানার এসআই কওসার আলম প্রায় রাতেই সাদা পোশাকে এসে তাদের বিভিন্নভাবে হয়রানি করেন।
এর ধারাবাহিকতায় বুধবার রাত ৯টার দিকে কাশিপুর গ্রামের শুকুর আলীর বাড়িতে প্রবেশ করেন এসআই কওসার।
এ সময় গৃহবধূ চালিতা বেগম তার বাড়িতে আসার কারণ জানতে চান। এতে এ এসআই ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
বিষয়টি চালিতা বেগম গ্রামবাসীকে জানালে শতাধিক নারী-পুরুষ একজোট হয়ে এসআই কওসারকে ধাওয়া করে।
এ সময় এসআই মোটরসাইকেলের হেডলাইট বন্ধ করে দ্রুত ঘটনাস্থল থেকে কোটচাঁদপুরের দিকে চলে যান।
এরপর গ্রামের অসংখ্য নারী-পুরুষ জড়ো হয়ে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করে।
তারা পুলিশের অত্যাচার-নির্যাতন বন্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই কওসার আলম বলেন, আমি পরোয়ানাভুক্ত আসামি ধরতে ওই গ্রামে যাই।
কিন্তু ঝাড়ু মিছিল বা ধাওয়ার খবর অস্বীকার করেন তিনি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান বলেন, পরোয়ানাভুক্ত আসামি ধরতে কাশিপুর গ্রামে এসআই কওসার যান। এ সময় গ্রামবাসীরা আসামি ধরতে বাধা সৃষ্টি করে। এর বেশি কিছু নয়।