ক্রাইমবার্তা রিপোর্ট::আকবর হোসেন,তালাঃ গতকাল ২ নভেম্বর দুপুরে তালার স্থানীয় সাংবাদিক এবং সুশিলসমাজের ব্যক্তিবর্গের সহিত সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ প্রার্থী প্রত্যাশী এ্যড. মোহাম্মদ হোসেন এক মত বিনিময় সভায় মিলিত হন।
তালার সিনিয়র সাংবাদিক এম এ হাকিম.র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক এম এ ফয়সাল, আকবর হোসেন, খলিলুর রহমান লিথু,মো. শফিকুল ইসলাম, এস এম লিয়াকত হোসেন প্রমুখ। এসময় তিনি বলেন বঙ্গবন্ধুর যোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, জণনেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনীত করেন, তাহলে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় জলাবদ্ধতা সমস্যা সমাধান সহ মাদক ও দূর্নীতি মুক্ত করে যুব সমাজকে সঠিক পথে কাজে লাগাবো। এর পূর্বে সকালে এ্যড. মোহাম্মদ হোসেন তালার মাগুরা জয়নুদ্দিন পীরের মাজার জিয়ারত করেন, এবং ইসলামকাটি, মাগুরা পটকেলঘাটা তালার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহিত গণসংযোগ করেন। এসময় তার সফর সংঙ্গী হিসাবে ছিলেন, আ’ লীগ নেতা গাজী আশরাফুল ইসলাম,আব্দুস ছাত্তার, শ্রমিক লীগ নেতা শফিউর রহমান ডানলপ সহ শতাধীক মোটর সাইকেল নিয়ে শোডাউন করেন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …