৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

ক্রাইমবার্তা রিপোর্ট:ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবস উপলক্ষে পরদিন ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। এ জন্য আইনশৃংখলা বাহিনীর কাছে অনুমতি চাওয়া হয়েছে।

তিনি আরও জানান, এবার ‘বিপ্লব ও সংহতি দিবস’ জাকজমকভাবে উদযাপন করতে বিএনপি ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে।

৫-১৪ নভেম্বর নানা কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে ৮ নভেম্বর বড় ধরনের সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। যেখানে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার জন্য সরাসরি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়ী করেন রিজভী।

তিনি বলেন, ওবায়দুল কাদেরের নির্দেশনা মতো ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা করেছে। এখনে উল্টো এর জন্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করছে আওয়ামী লীগের সাজানো পুলিশ।

Check Also

আশাশুনিতে সেনাবাহিনীর হাতে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

আশাশুনি ব‍্যুরো: আশাশুনিতে সেনা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।