ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:আশুলিয়ায় যাত্রীবেশে বাসে ডাকাতির চেষ্টাকালে ২৮ ডাকাতকে আটক করেছে পুুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রীবেশে বাসে ডাকাতির সময় ডাকাতদের সঙ্গে গোলাগুলির পর এদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় একজন ওসিসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
পরে বাসের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) জানিয়েছেন।
তিনি বলেন, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রীবেশে ২৮ জন ডাকাত অবস্থান করছে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একাধিক টিম নবীনগরে অবস্থান নিয়ে বাসটিকে গতিরোধের জন্য সঙ্কেত দিলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে বাস থেকে ২৮ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
বাসে তল্লাশি করে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
ডাকাতদের হামলায় আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ও পরিদর্শক জাহিদুল ইসলামসহ চার পুলিশ আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।