বাড্ডায় বাবা-মেয়ে খুনের নেপথ্যে মায়ের পরকীয়া

ক্রাইমবার্তা রিপোর্ট:মায়ের পরকীয়ার কারণেই রাজধানীর বাড্ডায় বাবা-মেয়ে খুন হয়েছেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। আজ শুক্রবার খুলনা থেকেন গ্রেপ্তার হওয়া শাহিনই জামিলকে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে সেটা দেখে ফেলায় মেয়ে নুসরাতকেও খুন করে শাহিন ও জামিলের স্ত্রী আরজিনা বেগম।
প্রাথমিক তদন্ত শেষে বাড্ডা থানা পুলিশ এমনটাই জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উত্তর বাড্ডার হোসেন মার্কেটের ময়নারবাগ এলাকার ওই বাড়ি থেকে নিহত জামিল হোসেন ও তার নয় বছরের মেয়ে নুসরাতের লাশ উদ্ধার করে পুলিশ। এরই মধ্যে থানায় মামলা করেছেন জামিলের ভাই শামীম শেখ।

এতে আসামি করা হয়েছে শাহিন ও আরজিনা বেগমকে। দুজনকেই আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত গাড়িচালক জামিলের স্ত্রীর সঙ্গে সাবলেটে থাকা শাহিনের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তারা দুজন পরস্পর যোগসাজশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটান। পুলিশ জানায়, এ ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি শাহিনকে খুলনা থেকে আটক করেছে পুলিশ।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।