সাতক্ষীরা জেলা পরিষদের ৬নং ওয়ার্ড থেকে মাদকমুক্ত করতে আলফার ব্যতিক্রম উদ্যোগ

মীর খায়রুল আলম, সাতক্ষীরা:
জেলা পরিষদের ৬নং ওয়ার্ড থেকে মাদক, বাল্যবিবাহ, জঙ্গী-সন্ত্রাসমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আল-ফেরদাউস আলফা। ভোমরা ও দেবাহাটা উপজেলার ৫টি ইউনিয়ন মিলে জেলা পরিষদের ৬নং ওয়ার্ড গঠিত। আর এই ওয়ার্ড কে একটি মডেল ও ডিজিটাল করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় গত শনিবার দিবাগত রাতে ৬নং ওয়ার্ডের কোমারপুর এলাকা থেকে এক মাদক বিক্রেতাকে ইয়াবাসহ আটক করে ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা এবং তার ড্রাইভার আরিফুল ইসলাম। উক্ত মাদক ব্যবসায়ীকে ধরে নিয়ে আসে ৬নং ওয়ার্ড সদস্যর কার্যালয় কোমরপুরে। তিনি সাথে সাথে দেবহাটা থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছে ১১২ পিচ ইয়াবা জব্দ করে। আটককৃত ব্যক্তি হলেন কোমরপুর গ্রামের শাহাজান আলীর পুত্র সালাউদ্দীন মোল্যা। একই সাথে দেবহাটা থানায় মাদক দ্রব্য আইনে ৩/১১/২০১৭ তারিখে ৪নং মামলা দায়ের করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীকে এই অপরাধ থেকে সংশোধ করার জন্য জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে, উক্ত মাদক ব্যবসায়ীকে যাতে কেউ জামিনে মুক্ত না করতে পারে সে ব্যাপারে বিশেষ ভাবে উদ্যোগ নিয়েছেন আল ফেরদাউস আলফা। কেননা তিনি জামিনে ছাড়া পেলে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়বেন। সে কারনে এমন অপরাধমূলক কর্মকান্ড পরিহার করে সাধারণ ভাবে জীবন যাপন করতে পারে সে ব্যবস্থা নিয়েছে বলে জানান ওয়ার্ড সদস্য। সাথে সথে উক্ত মাদক ব্যবসায়ী যতদিন জেলখানায় সংশোধনের জন্য বন্ধী থাকবেন তার পরিবারের ভরণপোশনের দায়িত্ব আল ফেরদাউস আলফা নিজেই গ্রহন করেছেন। তার এই ব্যতিক্রমী উদ্যেগ গ্রহন করায় সকলে স্বাধুবাদ জানিয়েছেন।
এদিকে, দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামী গ্রেপ্তার হয়েছে। শুক্রবার রাতে দেবহাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী অভিযান চালিয়ে জি আর ৮০/১৭এর আসামি দক্ষিণ পারুলিয়া গ্রামের আনারুল ইসলামের পুত্র মোখলেছুর রহমানকে আটক করে। এসআই হাবিবুর রহমান অভিযান চালিয়ে জিআর ৪১/১৭ এর আসামি বিল শিমুলিয়া গ্রামের তমেজ আলীর পুত্র আজগর আলী সরদারকে আটক করে। এসআই আব্দুস সামাদ আরেক অভিযানে শাখরা এলাকা থেকে জিআর ১৫৫/১৩ এর আসামি মুছা গাজীর পুত্র আহছান উল্লাহকে আটক করেছে। একই সাথে এএসআই আল-আমিন, মাসুদ, আবুল কালাম, আব্দুল গনি মিয়া কোমরপুর গ্রামের শাহাজান আলীর পুত্র সালাউদ্দীনকে ১১২পিচ ইয়াবাসহ আটক করে। ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে দেবহাটা থানায় মাদক দ্রব্য আইনে ৩/১১/২০১৭ তারিখে ৪নং মামলা দায়ের হয়েছে। ##

 

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।