আসরের প্রথম ম্যাচেই জুটিতে শতরানের কৃতিত্ব দেখালো সিলেট সিক্সার্স। আর ম্যাচ শেষে দেখলো তারা ৯ উইকেটের জয়। ঢাকা ডায়নামাইটসের দেয়া ১৩৭ রানের টার্গেট পার করে তারা ১৯ বল হাতে রেখেই। সিলেটের দুই ওপেনারই পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক। নিজের উইকেট দেযার আগে ক্যারিবীয় ওপেনার আন্দ্রে ফ্লেচার করেন ৬৩ রান। আর লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা অপরাজিত থাকেন ৬৯ রানে ।
ঢাকা ডায়নামাইটসের বল হাতে একমাত্র উইকেটটি পান ঢাকা ডায়নামাইটসের পাকিস্তনি বংশোদ্ভূত ইংলিশ লেগস্পিনার আদিল রশিদ।
ইনিংসের ১২.৪তম ওভারে সিলেট সিক্সার্সের সংগ্রহ পৌঁছে ১০৩/০-তে। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে সিলেট সিক্সার্সের সংগ্রহ ছিল ৫১/০। এর আগে ১৩৬/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে ঢাকা ডায়নামাইটস। সিলেটে ব্যাট হাতে ফ্লপ মারেন ঢাকা ডায়নামাইটসের ক্যারবীয় তারকা কাইরন পোলার্ডও। ব্যক্তিগত ১১ রানে উইকেট খোয়ান ঢাকা ডায়নামাইটসের ক্যারিবীয় ব্যাটসম্যান কাইরন পোলার্ড। এতে ১৪.৩তম ওভার শেষে ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ দাঁড়ায় ৯৮/৫-এ। ৭ বলের ইনিংসে পোলার্ড হাঁকান একটি বাউন্ডারি। পেসার আবুল হাসানের ডেলিভারিতে দড়ির কাছে পোলার্ডের ক্রাচ লুফে নেন নাসির হোসেন। এর আগে রানআউটে উইকেট খোয়ান মোসাদ্দেক হোসেন । এতে ১২ ওভার শেষে ৭৬/৪ সংগ্রহ নিয়ে বেকায়দায় পড়ে ঢাকা ডায়নামাইটস। ব্যক্তিগত ৩২ রানে উইকেট খোয়ান ঢাকা ডায়নামাইটসের লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ইংলিশ পেসার লায়াম প্লাঙ্কেটের ডেলিভারিতে আবুল হাসানের হাতে ক্যাচ দেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এতে ৯.৫ ওভার শেষে ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ দাঁড়ায় ৬৬/৩-এ। ঢাকা ডায়নামাইটসের মারকুটে ক্যারিবীয় ওপেনার এভিন লুই্সকেও সাজঘরে ফেরান নাসির হোসেন। অফস্পিনার নাসিরে ডেলিভারিতে আবুল হাসানের হাতে ক্যোচ দেন এভিন লুইস। ২৪ বলে ২৬ রানের ইনিংসে লুইস হাঁকান ৩টি চার ও একটি ছক্কা। শনিবার ইনিংসের প্রথম ওভারেই উইকেট খোয়ায় ঢাকা ডায়নামাইটস। প্রথম ওভারের শেষ বলে ব্যক্তিগত ‘০’ রানে সাজঘরে ফেরেন ঢাকার ওপেনার মেহেদী মারুফ। সিলেট সিক্সার্সের স্বদেশি স্পিনার নাসির হোসেনর বলে হুইটলির হাতে ক্যাচ দেন তিনি। পঞ্চম বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ঢাকা ডায়নামাইটসকে ব্যাটিংয়ে পাঠান সিক্সার্স অধিনায়ক নাসির হোসেন। পাওয়ার প্লে’র ৬ ওভার শেষে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের সংগ্রহ ৪৩/১।