পাইকগাছায় জাতীয় সমবায় দিবস পালিতপাইকগাছায় জাতীয় সমবায় দিবস

পালিতপাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় র‌্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় পাইকগাছায় ৪৬ তম সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক ময়নুল ইসলাম ও বজলুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান স.ম. বাবর আলী, মেয়র সেলিম জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, অধ্যক্ষ রবিউল ইসলাম ও মিহির বরন মন্ডল, পাইকগাছায় প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএমএ আঃ রাজ্জাক, সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি। বক্তব্য রাখেন, বিভিন্ন সমবায় সমিতি-সম্পাদকদের মধ্যে অবঃ উপাধ্যক্ষ আফছার আলী, পঞ্চানন সানা, গাজী নজরুল ইসলাম, মোঃ দাউদ শরীফ, শেখ আসাদুর রহমান পিয়ারুল, মনোহর সানা, বিজন রায়, মিনারুল ইসলাম সানা, পিযুষ কুমার সাধু, রেজাউল ইসলাম, ভলটন মন্ডল, সুশান্ত সরকার, খোদার আলী বক্স, আঃ গফ্ফার মোড়ল প্রমুখ। সভায় দুগ্ধ উৎপাদনে শ্রেষ্ঠ সমবায়ী সবিতা ঘোষ ও পাইকগাছা উৎপাদনমুখী ব্যবসায়ী সমবায় সমিতি সহ বিভিন্ন সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।